রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে আজ রোববার।

কৃষি মন্ত্রণালয়ে সভাপতি করা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী সংসদীয় উপনেতা হওয়ায় এ কমিটিতে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কামরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে রয়েছেন।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সভাপতি করা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। এ কমিটিতে সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।

গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলের গুরুত্বপূর্ণ ফোরাম সভাপতিমণ্ডলী থেকে নুরুল ইসলাম নাহিদ বাদ পড়েন। তবে তাকে নেওয়া হয় দলের উপদেষ্টা পরিষদে।

আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ হারানোর পর এবার সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেন সাবেক এ মন্ত্রী।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী রোববার সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ