
আলমগীর হোসেন, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে এনেস্থিসিয়া ও এমবিবিএস ডাক্তার এর পরিবর্তে sacmo দিয়ে অপারেশন করানোর অপরাধে মডার্ন ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্যদপ্তর।
জানা গেছে, বাংলাদেশের স্বাস্থ্য আইন অনুযায়ী কোন এমবিবিএস চিকিৎসক, একজন এনেস্থিসিয়া চিকিৎসক ও এসিস্ট্যান্ট হিসেবে চিকিৎসক থাকার বাধ্যবাধকতা রয়েছে। সেখানে মো. মোস্তফা কামরুজ্জামান (sacmo) শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা এবং যথাযথ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত মডার্ন ক্লিনিকে বিভিন্ন ধরনের রোগী অপারেশন করে আসছিলেন।
এমন খবরের সত্যতা মিললো রোববার সকালে। ওই দিন সকালে কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতারা মডার্ণ ক্লিনিকে অপারেশন চলাকালীন অবস্থায় মো: মোস্তফা কামরুজ্জামানকে হাতেনাতে ধরে ফেলে। এসময় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা এবং যথাযথ অনুমোদনের কোন প্রমাণ দিতে না পারায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতারা বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত করে।
এরই প্রেক্ষিতে সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল সরেজমিনে গিয়ে মডার্ণ ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করে দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, এনেস্থিয়া ও এমবিবিএস ডাক্তার এর পরিবর্তে sacmo দিয়ে অপারেশন করানোর অপরাধে মডার্ন ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মডার্ন ক্লিনিক এর যাবতীয় অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে। জনস্বাস্থ্য সংশ্লিষ্ট যে কোন অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এ অভিযান চলমান থাকবে।











