
জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনা শেষে ১০ বছর পর দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামীলীগ ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনকে ঘিরে এখন উজ্জীবিত তৃণমূলের কর্মী সমর্থক ও পদপ্রত্যাশীরা। এছাড়াও সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ, উদ্দীপনা। আগামী তৃদাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। কে হবে সভাপতি? কে হবে সাধারণ সম্পাদক? এই নিয়ে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে নানা কৌতুহল।
শুধু তাই নয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীরা এখন বেশ উজ্জীবিত। চায়ের দোকান, ক্লাব, অফিসপাড়া, দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রতিটি ইউনিয়নে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে চলছে টান টান উত্তেজনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমও চলছে সমর্থকদের ব্যাপক প্রচারণা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে নিয়ে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উপজেলা জুড়ে।
জানা গেছে,আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, পাকেরহাট ডিগ্রী কলেজের সাবেক জিএস ধীমান চন্দ্র দাস, মরহুম আবু হাতেমের পুত্র প্রভাষক আনোয়ার হোসেন রানা এবং সাবেক ছাত্রনেতা প্রমথ চন্দ্র রায়।
খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন-২০২২ শিশুপার্ক (প্রস্তাবিত) পাকেরহাট এ বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার এমপি,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি,
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী।
খানসামা উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এবং সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন।