মো. সৈয়দুল ইসলাম
হাতে হাত রেখে পবিত্র মাটি মেখে
শপথ করেছিল ভাই,
দোয়া করো মাগো তোমার ছেলেকে
একটা স্বাধীন রাষ্ট্র চাই।
দেশ মাতৃকার তরে দীর্ঘ নয় মাস লড়ে
করেছে স্বাধীন দেশ,
সুজলা সুফলা দেশটি মোদের
সোনার বাংলাদেশ।
রক্তে কেনা দেশ দেখতে লাগে বেশ
রূপের নাই যে শেষ,
জন্ম দিয়েছ মাগো সোনার ছেলেকে
জীবন করেছে নিঃশেষ।
লাল সবুজের নিশান লাখো শহীদের দান
দেখো দেশ বিদেশে উড়ে,
গাই বিজয়ের গীতি মোরা গর্বিত এক জাতি
জানে বিশ্ব জুড়ে।