শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে অবস্থিত আলহেরা আইডিয়াল একাডেমি কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা প্রদান উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার সকাল ৯টায় প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের সাবেক টিকেট কালেকটর আলহাজ্ব আজহারুল ইসলাম রপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়েতের আমির মো. আব্দুল করিম সরকার। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বকুল, গাইবান্ধা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম শহিদুর রহমান, কুপতলা একিউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দোতুল, শফিকুল ইসলাম শামীম, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ও প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মাওলানা মো. আব্দুস ছামাদ আজাদ।

অনুষ্ঠানে ২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও আগামী জানুয়ারি মাসে নুরানি ও হেফজো বিভাগ চালু করা হবে বলে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুস শাফী মিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ