রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধা রেজিস্ট্রার অফিস দুর্নীতিমুক্ত করতে ‘যুদ্ধের প্রয়োজন’

নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম, দুর্নীতির নানান অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের নিকট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মল্লিক)।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা দলিল লেখক সমিতির কার্যালয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন।

মোস্তাফিজুর রহমান (মল্লিক) তিনি বলেন, বর্তমানে সদর সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম এবং দুর্নীতির কারণে সাধারণ জনগণ সেবা বঞ্চিতসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। সরকারি নির্দেশনায় নিবন্ধিত দলিল দ্রুত সময়ের মধ্যে মালিকদের নিকট বুঝে দেয়ার কথা থাকলেও একটি কুচক্রি মহলের অপতৎপরতায় এবং অসৎ কর্মচারীর যোগসাজশে বছরের পর বছর বিলম্ব করা হচ্ছে। শুধু তাই নয় প্রত্যেক দলিল লেখকের নিকট রশিদ থাকা সত্ত্বেও বিগত বছরগুলোর দলিল বিতরণ দেয়া হচ্ছে না। জনমনে প্রশ্ন, সরকারি বিধিমালা অনুযায়ী দলিল নিবন্ধনের যাবতীয় ফি, কর ব্যাংকে পে-অর্ডারসহ দলিল নিবন্ধন হওয়া সত্ত্বেও দলিল বিতরণ না দেয়ার রহস্য কি! নাকি দলিলপত্রের নথিপত্র নিয়ে অন্য ইতিহাস লুকিয়ে আছে।

এ দিকে দলিল লেখক সদস্যের নিবন্ধন নিয়েও রয়েছে নানা অভিযোগ। এই সকল অনিয়মের সাথে জড়িত দলিল লেখকদের নামের তালিকা প্রকাশের জোর দাবি জানান সম্মেলনে উপস্থিতিগণ।

বক্তারা আরও বলেন, গত ২১-০২-২০২১ সালের ৯৯৯৩ ও ৯৯৯৪ কবলার স্থলে হেবা ঘোষণা দলিল নাম্বার ৩৪৪৫ তারিখ ০৯-০৪-২০১৪ হয়। এ বিষয়ে জানতে চাইলে তদন্তের স্বার্থে এড়িয়ে যান কর্মকর্তা। আমরা আশঙ্কা করতেছি তদন্তের নামে সত্যকে আড়াল করার চেষ্টা নয় তো! এছাড়াও নিরীহ দলিল লেখকদের জোরপূর্বক স্বাক্ষর করে নেয়ার ঘটনায় মামলাও রয়েছে।

দলিলের নম্বর পরিবর্তন, রেকর্ডের গরমিল, জাবেদা প্রদানে কালক্ষেপনসহ নানা সমস্যায় জর্জরিত সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। সঠিক তদন্তের মাধ্যমে অনিয়ম দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনপূর্বক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি, আব্দুস সামাদ সরকার,সহ-সভাপতি, আব্দুল কুদ্দুছ মন্ডল,সহ-সভাপতি, ইমান আলী মন্ডল,সহ-সভাপতি, সেলিম রহমান মল্লিক, দপ্তর সম্পাদক, তোজাম্মেল হক সরকার প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ