ইব্রাহীম আহমেদ, গাছা (গাজীপুর): গাজীপুরে তারগাছ বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়েতে শনিবার আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাস অনন্ত ক্যাজুয়ালের এর সিকিউরিটি গার্ডকে চাপা দেয়। এরপর গার্মেন্টসের কর্মীরা আজমেরী গ্লোরী কোম্পানির ৪টি গাড়িতে আগুন দেয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৩ ঘন্টা তীব্র জ্যাম লেগে যায়। প্রায় অর্ধশতাধিক পরিবহন জ্যামের কারণে আটকা পড়েছিল।
জানা যায়, অনন্ত ক্যাজুয়ালের অফিস ছুটির পর শ্রমিকদেরকে রাস্তা পারাপার জন্য সিগন্যাল দেয়। সিকিউরিটির দেওয়া সিগন্যাল অমান্য করে বাস সেই সিকিউরিটিকে চাপা দেয়। যার ফলে অফিসের সকল শ্রমিক মিলে ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে এবং ৪টি আজমেরী গ্লোরী বাসে আগুন দেয় ক্ষিপ্ত শ্রমিকরা। যার ফলে রাস্তার দুইপাশে সৃষ্টি হয় তীব্র যানজট। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ক্ষিপ্ত শ্রমিকদের শান্ত করে।