শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সাংবাদিক সহ নিহত ২

Oplus_131072

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমান ঘাঁটি ইউটার্ন এলাকায় রোববার বিকেল সাড়ে ৪ টার সময় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় কভার্ডভ্যান গাড়িসহ চালকে আটক করেছে পুলিশ।

নিহত মিনহাজুল কবির মাসুদ (৪০) শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে, সে দৈনিক একুশের বাণী পত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। অপর জন পৌর শ্রীপুরের ২ নং ওয়ার্ডের আয়ুব আলী ছেলে সম্রাট (৩৫)। আটক কৃত চালক ভোলা জেলার বোরহান উদ্দিন থানার কাছিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ঢাকার দিকে থেকে একটি কভার্ড ভ্যান উল্টো পথে হোতাপাড়ার দিকে আসছিল। কভার্ডভ্যানটি বিমান ঘাঁটির সামনে ইউটার্ন নেয়ার সময় মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হলে মোটর সাইকেলে থাকা চালক ও আরোহী মহাসড়কে পরে যায়। এ সময় কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই জনই ঘটনা স্থলে মারা যান।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ বলেন, রোববার বিকেলে হোতপাড়ায় বিমান ঘাঁটির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন এলাকায় কভার্ড চাপায় মোটর সাইকেল চালক ও আরোহী দুইজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *