
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর আশু আরোগ্য কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে জিইসি প্যালেসের হল রুমে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে চট্টগ্রামে জিইসি প্যালেসের হল রুমে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের নেতৃত্বে চট্টগ্রাম যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র জ্যৈষ্ঠ পুত্র অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম।
উল্লেখ্য, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, মানবিক যুবলীগের প্রবর্তক শেখ ফজলে শামস্ পরশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় অবস্থান করছেন। এর আগেও দুই বার করোনায় আক্রান্ত হয়েছে। তার আশু রোগ মুক্তি কামনায় যুবলীগের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।