রবিবার, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে জাতীয় শোক দিবস পালিত 

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে চাটখিলে বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করা হয়। সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরালে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহ্জ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ. এম ইব্রাহীম, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহ্জ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু কে নিয়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

যায়যায়কাল/১৫আগস্ট২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *