বুধবার, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে মা ইলিশ সংরক্ষণ অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষ্যে ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শাহাপুর বাজার, ১১নং পোল সহ বিভিন্ন বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে চাটখিল বাজারে মা ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক অভিযান পরিচালনাকালীন উপজেলার কোথায় কোন মৎস্য ব্যবসায়ীর কাছে ইলিশ মাছ পাওয়া যায়নি।

পরে চাটখিল মাছ বাজার গলি ও ব্যাংক গলিতে রাস্তা দখল করে ফুটপাতে দোকান বসানোর দায়ে ১৫ ব্যবসায়ী থেকে ২৩হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট ও থানা পুলিশের একটি টিম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ