বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা খন্দকার বাড়ীর যৌতুক লোভী স্বামী নাজমুল হুদা সবুজ ও তার পরিবারের লোকজন স্ত্রী মরিয়ম কে মেরে গুরুতর আহত করেছে। খবর পেয়ে মরিয়মের আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মরিয়ম আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার বিকেলে তার স্বামী নাজমুল হুদা সবুজ সহ ৩ জনকে আসামী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মরিয়ম আক্তারের সাথে শোল্যা খন্দকার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল হুদা সবুজের ২০২০ বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মরিয়মের পরিবারের কাছ থেকে সবুজের পরিবার বিল্ডিং করার জন্য ছয় লক্ষ টাকা ধার নেয়। এ টাকা আজও পরিশোধ করা হয়নি।

গত কয়েক মাস থেকে নাজমুল হুদা সবুজের পরিবার আরো দুই লক্ষ টাকা দেওয়ার জন্য মরিয়মকে চাপ সৃষ্টি করে। এতে মরিয়ম অপারগতা প্রকাশ করলে তার উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে নাজমুল হুদা সবুজ সহ তার পরিবারের লোকজন মরিয়ম টাকা নিয়ে আসতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মরিয়মকে মারধর করে আহত করে আটক করে রাখে। খবর পেয়ে মরিয়মের আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করায়। এ ঘটনার একদিন পর গত বৃহস্পতিবার মরিয়ম বাদী হয়ে নাজমুল হুদা সবুজ, দেবর খালেদ সাইফুল্যা ও শাশুড়ী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

গত রোববার দুপুরে নির্যাতিতা মরিয়ম আক্তার চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার উপর নির্যাতনের বিবরণ তুলে ধরে নির্যাতনকারীদের বিচার দাবি করেন। এ সময় তিনি আরো বলেন, থানায় অভিযোগ দায়ের এর পর থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য বি.এন.পি নেতাদের দিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে চাটখিল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ