
আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিাদি: নোয়াখালী জেলার চাটখিলের সোনাচাকা বাজারের পশ্চিমে বুধবার দুপুরে পিকাপ ভ্যানের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খতিব মোঃ ছিব্বির হোসেন (২৫) নিহত হয়।
ছিব্বির হোসেন হাটপুকুরিয়া ঘাটলা বাগ ইউনিয়নের কেশুরবাগ গ্রামের কাজি বাড়ির মাওলানা আজিজুর রহমান এর ছেলে এবং ইয়াছিন বাজারের বড় মসজিদে খতিব।
স্থানীয় সূত্রে জানা যায়, খালার বাড়িতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ছিব্বির হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস ঈতি তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য আগামী ১০ দিন পর ছিব্বির হোসেনের বিবাহের দিন ধার্য ছিলো।
যায়যায়কাল/১৩জুলাই২০২২/কেএম