
মো. বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে পিকআপ ভর্তি ৪ টন ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় মো. রিয়াদ হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মো. রিয়াদ হোসেন উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াখলা গ্রামের কাইতের বাড়ির আরিফুর রহমানের ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকায় থেকে চিনিসহ পিকআপটি আটক করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর এলাকায় অভিযান চালিয়ে তেরফাল মোড়ানো একটি নীল রঙের পিকআপ আটক করা হয়। পরে ওই গাড়ি তল্লাশি করে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি।
এ সময় গাড়িসহ চালক মো. রিয়াদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গাড়ির ড্রাইভার জানান, চিনি কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে আনা হয়েছে। পরে কুমিল্লার মনোহরগঞ্জ পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে তিনি নোয়াখালীর দিকে চলে আসেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে ওই মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।