শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিল পরকোট ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের বাশার এর সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধন করেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা আওমীলীগের প্রধান সমন্বয়ক মো নাছির উদ্দীন, জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উল্যা পাটোয়ারী, মিজানুর রহমান, আহসান হাবিব সমির, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক আকবন হোসেন মিঠু।

সম্মেলনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব তৈরি জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *