রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জয়পুরহাটে স্কাউট মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট : বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আওতাধীন শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত। স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন রাষ্ট্রপতি এবং কাব স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “ শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রদান করে থাকেন প্রধানমন্ত্রী।

এই অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে বিভিন্ন ধাপে স্কাউটদের দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের ২০২৩ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন শুক্রবার সকাল ১০টায় রাজশাহী বিভাগের সকল জেলায় ও বিভিন্ন উপজেলায় ২৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

জয়পুরহটে ৩টি কেন্দ্র জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা, পাঁচবিবি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আক্কেলপুর এফ এউ সরকারি উচ্চ বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । জয়পুরহাট জেলার ৩০৫ জন শাপলা কাব ও ২০৭ জন প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড পরীক্ষার্থী এ মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

মূল্যায়নকারী হিসেবে জয়পুরহাট সদরে দায়িত্ব পালন করেন পরেশ চন্দ্র বর্মন, উপ-পরিচালক, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া এবং মেরিনা নার্গিস,(এএলটি) জয়পুরহাট জেলা স্কাউটস, আব্দুল মতিন উডব্যাজার বদলগাছী নওগাঁ, মোঃ শিমুল হোসেন ইউনিট লিডার প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল ও কেন্দ্র সচিব মোঃ সালেহুর রহমান সজীব সহকারি কমিশনার( জনসংযোগ ও মার্কেটিং) জয়পুরহাট সদর উপজেলা স্কাউটস, এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ হাসানুজ্জামান হাসান জেলা স্কাউট লিডার, মোঃ হাবিবুর রহমান কাব লিডার জয়পুরহাট জেলা স্কাউটস, মোঃ আব্দুল মালেক সহকারি কমিশনার জয়পুরহাট সদর উপজেলা স্কাউটস, সম্পাদক মোঃ আবুল কাশেমসহ জয়পুরহাট,কালাই,ক্ষেতলাল উপজেলার বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারগণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ