শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জলঢাকায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মঅষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা 

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে কর্মসুচির শুভ সুচনা করা হয়।

উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক প্রধান শিক্ষক বাবু জ্যোতিশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)।

এসময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান নয়ন, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা জাতিয়পাটির সাধারণ সম্পাদক ছাইদার রহমান বুলু, বাবু অনিল কুমার রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু ধনেস্বর রায়, প্যানেল মেয়র রঞ্জিৎ কুমার রায়, কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নির্মলেন্দু রায, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক লিটন কর্মকার, সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় রঞ্জু, সাবেক চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা মৎস্য জীবি লীগের যুগ্ম সম্পাদক কুলো চন্দ্র রায়, প্রভাষক অবিনাশ রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃত্তঞ্জয় রায়। সভায় বক্তারা বৈশ্বিক সংকটের কারনে সারা পৃথিবীতে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি পেয়েছে। একারনেও দেশেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। তারা আরো বলেন এ পরিস্থিতি বেশিদিন থাকবেনা। তাই বর্তমান পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান বক্তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *