
মশিয়ার রহমান, বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালার উদ্বোধন করেন জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলার পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তাইবুর রহমান এর সঞ্চালনায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় চাষিদের পাট চাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষকরা। সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহম্মেদ, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সে জন্য পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। এ দিন উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।