শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াত নেতাকে কোপানোর ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের আপন দুই সহদর মো. জামান ইসলাম ও মো. হেলাল উদ্দীন, সুবাশ চন্দ্র রায়, মিশু ইসলাম ও মেহেদুল ইসলাম। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কাহারোল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের ১২ মাইল এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন জামায়াতে ইসলামীর সাবেক ইউনিয়ন আমির মো. শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।পরে তাকে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত মো. শফিকুল ইসলামের বাড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল গড়মল্লিকপুর গ্রামে।

এ ব্যাপারে আহত মো. শফিকুল ইসলামের স্ত্রী মোছা. শিল্পী আরা বেগম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ আরো ৬০ জন অজ্ঞাতনামাকে আসামি করে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ এই মামলায় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিকসহ ৬ আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। তিনি জানান, থানা পুলিশ জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে জখমের মামলায় চেয়ারম্যানসহ ৬ আসামিকে গ্রেফতার করেছে।এদিকে এই হামলার প্রতিবাদ জানিয়ে এবং হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান, দিনাজপুর জেলা জামায়তের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *