
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া ভারত সীমান্তবর্তী এলাকায় র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (০৮ অক্টোবর) দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ টি ওয়ান শুটারগান,৩ রাউন্ড গুলি,১ টি চাকু,৪ বোতল ফেন্সিডিল,৬ বোতল বিদেশী মদ,৬ টি মোবাইল,৬ টি সীম কার্ড,৫ টি মেমোরি এবং নগদ ৮ হাজার ৬০০ শত টাকাসহ কুখ্যাত সন্ত্রাসী হৃদয় আলী (২৬),শাকিল মন্ডল ওরফে বাঘা (২১) কে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান,আর্টিলারি,ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে,শনিবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আলামতসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার চেঁচরা ত্রিপুরা এলাকার আক্কাস আলীর ছেলে কুখ্যাত সন্ত্রাসী মো. হায়দার আলী ও একই উপজেলার উত্তর গোপালপুর এলাকার আজাদ মন্ডলের ছেলে মো.শাকিল মন্ডল ওরফে বাঘা।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়,র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ধৃত আসামীরা স্বীকার করেছে যে সে তারা দীর্ঘদিন যাবৎ অস্ত্র ও নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল,ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।এমনকি তাদের বিরুদ্ধের বিভিন্ন থানায় কুখ্যাত দুই সন্ত্রাসী শাকিলের নামে ৫ টি এবং হৃদয় আলীর নামে ৪ টি বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলেও র্যাব জানাই।
পরবর্তীতে আটককৃত ধৃত আসামীদের বিরুদ্ধে জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।