রবিবার, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

টিকেট ছাড়া রেল ভ্রমণ করতে গিয়ে ধরা খেল ভুয়া মেজর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিনা টিকেটে সিলেট থেকে ট্রেনে চট্রগ্রাম যাওয়ার সময় মো. মোজাম্মেল হোসেন(২১) নামে এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে তাকে চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে আটক করা হয়।

আটক মোজাম্মেল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ভরলা বড় বাড়ির আলাউদ্দিন ওরফে আলমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে বিনা বাংলাদেশ সেনাবাহিনীর পোষাকে এক ব্যক্তি যাতায়াত করছিলেন। সে নিজেকে মেজর পরিচয় দেন। এসময় ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি জেনে ট্রেনে যাত্রা করা এক সেনা সদস্য এগিয়ে এসে খোঁজ নেন। পরে সেই সেনা সদস্য ও রেলওয়ে পুলিশ মোজাম্মেল নামের ভুয়া মেজরকে আটক করেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *