![](https://jaijaikal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
যায়যায়কাল প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক ইত্তেফাক ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান ও ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন মো. পলাশ সরকার।
বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাক কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক ইত্তেফাক ইউনিটের এক সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।
ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী ডেপুটি ইউনিট চিফ মো. আল মামুনের সঞ্চালনায় সভায় ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন, অশোক কুমার সিংহ, চিফ রিপোর্টার শামসুদ্দীন আহমেদ, ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক নাজমুল আহসান পিন্টু, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফ প্রমুখ।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপারস প্রেস ওয়ার্কার্স, ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়ন ও দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়ন।