নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত শ্বেতপত্র তৈরির জন্য অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি চূড়ান্ত প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিকট জমা দিয়েছে।
রোববার দুপুরে (১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন জমা দেয়া হয়।
গত ২১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, ২৪টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি।
শ্বেতপত্রে যেসব খাতের ওপর আলোকপাত করা হয়েছে সেগুলো হলো- অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয় (সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি ও ঋণ), বাজেট ঘাটতির অর্থায়ন; মুদ্রাস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা– উৎপাদন, সরকারি ক্রয় ও সরকারি খাদ্য বিতরণ; বৈদেশিক ভারসাম্য- রপ্তানি, আমদানি, রেমিট্যান্স, এফডিআই, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক অর্থায়ন প্রবাহ ও ঋণ; শক্তি জ্বালানি– চাহিদা, যোগান, মূল্য, খরচ ও ক্রয় চুক্তি; বেসরকারি বিনিয়োগ– ঋণ, বিদ্যুৎ, যোগাযোগ ও লজিস্টিক সুবিধা লাভের সুযোগ; কর্মসংস্থান- দেশে ও বিদেশে, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মজুরি এবং যুব কর্মসংস্থান।
এ সময় সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।