
মোহাম্মদ মনির, সিনিয়র স্টাফ রিপোর্টার: ঢাকা ক্লাবের স্কোয়াশ কোর্টে আয়োজিত প্রথম এক্স ক্যাডেটস স্কোয়াশ লিগ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে পৃষ্ঠপোষতায় ছিলেন মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেন্টাল ইউনিট। সহ-পৃষ্ঠোপোষক হিসেবে ছিল জার্সিফাই।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাডেট কলেজের মোট ১২ জন প্রাক্তন ক্যাডেট অংশ নেন। তারা হলেন- মেহরাব, জারিফ, মাহিন, তারিক, রাফিদ, সাদমান, নাজিব, মোহতাসিম, আসিফ, রাকিব ও অরিত্র।
একদিনের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারিক খান। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে- জারিফ ও মোহতাসিম সিফাত নাঈম।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মার্কস গ্রুপের সিইও তারিক খান ও মার্কস গ্রুপের জেনারেল ম্যানেজার মো. ওমর ফারুক, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সম্মানিত অধ্যক্ষ কর্নেল রাকিব ইবনে রেজওয়ান ও ঢাকা ক্লাব লিমিটেডের স্কোয়াশ সাব-কমিটির সদস্য কাজী আসিফ আনোয়ার।
বক্তারা সকলেই স্কোয়াশের উন্নয়নে ক্যাডেট কলেজসমূহ এবং এক্স ক্যাডেটবৃন্দকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট অরিত্র রোদ্দুর ধর।