রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তীব্র গরমে ভারতে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য, উত্তর এবং পশ্চিম ভারতের কোথাও তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি কিংবা ৪৬ ডিগ্রি সেলসিয়াস, কোথাও আবার ৫০ ডিগ্রি ছুঁইছুঁই। চলছে তীব্র তাপপ্রবাহ। এই অসহনীয় গরম এবং তাপজনিত অসুস্থতায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানায়, উড়িষ্যার একটি সরকারি হাসপাতালে বৃহস্পতিবার ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড এবং রাজধানী দিল্লিতে হিটস্ট্রোকে মানুষের মৃত্যুর খবর এসেছে।

তীব্র গরমে হিট স্ট্রোকে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিহার রাজ্যে। ঝাড়খণ্ড এবং রাজস্থানে পাঁচ জন করে মানুষের মৃত্যু হয়েছে।

দিল্লিতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিহারের এক বাসিন্দার। চিকিৎসকরা জানিয়েছেন, তার জ্বর হয়েছিল। শরীরের তাপমাত্রা পৌঁছেছিল ১০৭ ডিগ্রি ফারেনহাইটে, যা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি বেশি।

ভারতে চলমান লোকসভা নির্বাচনে রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদ। বুধবার সবচেয়ে বেশি গরম পড়েছিল দিল্লিতে, যা ভারতের সর্বকালের সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। ভারতে এর আগে এত গরম কখনও রেকর্ড করা হয়নি।

বিহার রাজ্যের ভোজপুর জেলার ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কুমার টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে বলেছেন, বৃহস্পতিবার হিটস্ট্রোকে তিন নির্বাচন কর্মকর্তা এবং এক পুলিশের মৃত্যু হয়েছে।

তীব্র গরমে অসুস্থ হয়ে একইদিনে আরও প্রায় ৩০ থেকে ৪০ জন মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার কথাও জানান তিনি। তাছাড়া, হিটস্ট্রোক নিয়ে হাসপাতলে ভর্তি হওয়া এক শ্রমিক বৃহস্পতিবার দিল্লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, হিটস্ট্রোক জীবনের জন্য হুমকিস্বরূপ। এতে মানুষের মৃত্যুর হার ৪০ থেকে ৬৪ শতাংশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *