
অনলাইন ডেস্ক: নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে আবুধাবিতে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ১১ রানের জয় পায় বাংলাদেশের নারীরা।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলতে পারে তারা। এই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে থাই নারীরা।
আগামী ২৫ সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ফাইনাল। ট্রফি জয়ের লড়াইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেও আইরিশদের হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।
ফাইনালে উন্নীত হওয়ার সঙ্গে ২০২৩ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। আগামী বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাই পর্ব থেকে সেরা দুই দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ ও আয়ারল্যান্ড।