নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাংবাদিক হেদায়েত উল্লাহ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও সাংবাদিক সঞ্জয় শীল শ্রী শ্রী গীতা থেকে শ্লোক পাঠের মাধ্যমে মতবিনিময় সভাটি শুরু হয়।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন দুলু, উপজেলা বিএনপির মহিলা বিএনপির আহবায়ক প্রফেসর লায়লা ইসলাম, দেলোয়ার হোসেন সোহেল।
সভায় নবীনগর উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ, নৈনার পৌরসভা ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকগণ, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট এম এ মান্নান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়াসহ, নবীনগরকে আধুনিক, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা এবং এজন্যে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চান। এ সময় উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।