মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে গোপন বৈঠক, জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে জামায়াত ইসলামীর ৭ জন সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় আব্দুর রশিদের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আব্দুর রশিদ (৬৫), পিতা-মৃত মোঃ ইসমাইল সাং- ব্রাহ্মণহাতা, থানা- নবীনগর, ডাঃ মোঃ আবু হানিফ (৬৫) পিতা-মৃত খোরশেদুজ্জামান, সাং- হালদারপাড়, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, বাদল মিয়া (৪৮), পিতা- মৃত খোরশেদ মিয়া, সাং- কড়ইবাড়ী, ইউপি- জিনোদপুর, থানা- নবীনগর, জাহাঙ্গীর আলম (৫৩), পিতা- মৃত ইউনুছ মিয়া, সাং- রূপসদী, থানা- বাঞ্ছারামপুর, মোঃ মামুন মিয়া (৩৭), পিতা- মৃত ইসমাইল মিয়া, সাং- চর চারতলা, থানা- আশুগঞ্জ, শাহিন ইসলাম (২৪), পিতা- মোঃ মজিবর, সাং- শ্রীঘর, থানা- নবীনগর, সাহেদ আলম (২১), পিতা- মৃত মোঃ আইয়ুব আলী, সাং- শিমরাইলকান্দি, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া। এরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জেলার বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করাই এদের মূল উদ্দেশ্য ছিল।

এ ব্যাপারে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম দৈনিক যায়যায় কালকে জানান, গোপন বৈঠকে তারা নাশকতা সৃষ্টি করে আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করার জন্য উপজেলার নারুই গ্রামে গোপন বৈঠক থেকে জামায়াত ইসলামীর ৭ জন সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আরো কয়েকজন পালিয়ে যান, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ