
এম, নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীর পাড়ের কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহ করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ইব্রাহীমপুর ইউনিয়নস্থ শালকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
আটককৃত নৌকাগুলি এই কাজে আর ভবিষ্যতে ব্যবহৃত হবে না মর্মে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মুচলেকা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।
এই সময় তিনি বলেন, কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।