শাহিন রেজা টিটু, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) এর উদ্যাগে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নবারুণ একাডেমীর শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার। স্কুলের প্রধান শিক্ষক দেব প্রসাদ ভৌমিক এতে সভাপতিত্ব করেন। অত্র বিদ্যালয়ে ষষ্ঠ ও দশম শ্রেণি থেকে বাছাইকৃত গরিব ও মেধাবী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত স্কুল ব্যাগ, স্কেল, টিফিন বক্স, খাতা, ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শিক্ষার্থীদের প্রেরণামূলক গান, কবিতা আবৃত্তি ও স্লোগান অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলে।
বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষক মো. বশির উল্লাহ, আল আমির হামজা, সিরাজুল ইসলাম, খাইরুল আমিন, মো. আলাউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মো. জামাল মিয়া প্রমুখ।