বুধবার, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে সরাসরি ভোটে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন

ওয়াহেদুজ্জামান দিপু,নবীনগর প্রতিনিধি- সরাসরি ভোটে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মঙ্গলবার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন পুরুষ প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মোঃ শাহীন আহম্মেদ ৩২৭ ভোট পেয়ে ১ম,বাছির উদ্দিন ২৪১ ভোট পেয়ে ২য়,মিজানুর রহমান ২২৮ ভোট পেয়ে ৩য়, মোখলেছুর রহমান ১৯২ ভোট পেয়ে ৪র্থ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে ইভা আক্তার ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও  সাধারন শিক্ষক সদস্য হিসেবে বায়েছ মিয়া, আবুল হোসেন এবং সংরক্ষিত নারী শিক্ষক পদে হাজেরা বেগম নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক সমাজ সেবা অফিসার  অফিসার মোহাম্মদ পারভেছ আহাম্মদ।উপস্থিত ছিলেন-ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার জাকির আহাম্মদ,লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,গোলাম মোর্শেদ সাচ্চু,লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গির আলম,জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবি, লাউর ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ’র সভাপতি আবুল কাশেম মোকাদ্দছ,ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাহান কবির প্রমুখ।

উল্লেখ্য, ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিবাবক ভোটার সংখ্যা ৬১০। কাস্ট হয়েছে ৫০৪ ভোট।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *