বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ডিবি সেজে ১৫ গরুসহ মিনি ট্রাক ডাকাতি, একজন আটক

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ১৫টি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর গুলশান লেক এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি বাবলু ওরফে বাবুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবলু ওরফে বাবুল (৩৮) ডিএমপির বাড্ডা থানার বেরাইদ, চিনাদী (কসাই বাবলুর বাড়ি) এলাকার আনোয়ার আলীর ছেলে।

র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী থেকে গরুবোঝাই মিনি ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন ট্রাক মালিক রানা হোসেন। পরদিন ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ট্রাকটি বন্দর থানাধীন কামতাল এলাকায় পৌঁছালে একটি সিলভার রঙের মাইক্রোবাস সামনে ব্যারিকেড সৃষ্টি করে।

এ সময় ভুয়া ডিবি পুলিশের কটি পরিহিত কয়েকজন ব্যক্তি গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গরুর পেটে মাদক আছে বলে দাবি করে ট্রাক মালিক ও চালক মো. ইরফান-কে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে। পরে একটি সদস্য গরুসহ ট্রাকটি নিয়ে যায় এবং বাদী ও চালকের চোখ-মুখ-হাত বেঁধে তাদের মারধর করে, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঝোপে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাবলু ওরফে বাবুলকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলু ট্রাক ও গরু ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *