রবিবার, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নিজ নামে মাদ্রাসার নামকরণ করে সমালোচনার মুখে আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া বিরুদ্ধে মাদ্রাসার নাম পরিবর্তন করে নিজ নামে নামকরণ করার অভিযোগ উঠেছে নিজ গ্রাম দত্তপাড়ায় ।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আসাদুজ্জামান সাহেব এর সাথে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন খোদ নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া।
ওই নির্বাচনে পরাজিত হন বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব মতিন ভূঁইয়া।
এডভোকেট আসাদুজ্জামান সাহেব চেয়ারম্যান থাকাকালীন সময়ে পশ্চিম দত্তপাড়া মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষে মাদ্রাসার মহিলা শাখা চালু জন্য ভবন নির্মাণের অর্থ বরাদ্দের জন্য নরসিংদী জেলা চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেন মাদ্রাসা কমিটি। আবেদনটি গ্রহণপূর্বক বরাদ্দের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রেরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সচিব।
আবেদনটি প্রক্রিয়া হয়ে আসার আগেই তৎকালীন প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান মৃত্যুবরণ করেন, এই শূন্য আসনটি পূরণ করার জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। কিন্তু সরকার আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া কে একক চেয়ারম্যান করেন।

বর্তমান জেলা প্রশাসক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া সাহেব নির্বাচিত হওয়ার পর পূর্বের আবেদনটি কি অবস্থায় আছে খোঁজ না পেয়ে পুনরায় ১০/০৫/২০১৭ দরখাস্ত করেন মুফতি মোহাম্মদ আজিজুর রহমান প্রধান শিক্ষক মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষে। আবেদনটি জেলা পরিষদ চেয়ারম্যান গ্রহণ করার সময় জানান যে পূর্বের আবেদনটি কার্যকর করা হয়েছে ও বরাদ্দ অল্প সময়ের মধ্যেই দেওয়া হবে। এর কিছুদিন পরপরই মাদ্রাসাতে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময় পর্যায়ক্রমে ওই মাদ্রাসাতে ২৫ লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, মাদ্রাসাটির কাজ ভিতরে প্রায় ৩০শতাংশই বাকি রয়েছে। মাদ্রাসার কাজ সম্পন্ন না হতেই রাতের আধারে মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নাম পরিবর্তন করে/আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামকরণ করা হয়।

এলাকায় পুরাতন নাম পরিবর্তন করে এরকম নতুন নামকরণে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়, কমিটির মধ্যে দেখাদেয় চাপা খুব। আলহাজ্ব মতিন ভূঁইয়ার এমন কর্মকান্ডে এলাকায় মাদ্রাসা ও মসজিদ কমিটির মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা, মসজিদে নামাজ পড়তে আসা অনেক মুসল্লিরা ও দক্তপাড়ার স্থানীয় বাসিন্দারা মনে করেন এ ধরনের কর্মকান্ড করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এমনটি করা হয়েছে। নাম না জানানোর শর্তে এলাকার একজন সমাজসেবক জানান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া রাজনীতিতে প্রবীণ হতে পারে জেলা পরিষদের চেয়ারম্যান বারবার হতে পারে কিন্তু নিজ গ্রাম দত্তপাড়ায় মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন। পশ্চিম দত্তপাড়া মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাটি প্রাচীন, এ মাদ্রাসাটিতে বহু শিশু পড়ালেখা করে হাফেজ হয়েছে, সকলেই পুরুষ ছাত্র তাই গ্রামবাসী ও মাদ্রাসা কমিটির সকলে মিলিতভাবে একটি মহিলা শাখা করার সিদ্ধান্ত নেয়। এজন্য জেলা পরিষদে নতুন ভবনের অর্থের জন্য আবেদন করেন এবং সেই আবেদনের ভিত্তিতে ওয়াকফা ছমিতে বরাদ্দ আসে। যার নাম মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (মহিলা শাখা) জেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে প্রক্রিয়াধীন করা হয়েছে কিন্তু, রাতারাতি মাদ্রাসার নাম পরিবর্তন করা এটি মনে হয় নরসিংদীর দত্তপাড়া এই প্রথম ঘটনা। মাদ্রাসায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সাথে আলাপ করলে মুসল্লিরা জানান এ ধরনের ঘটনার ধিক্কার ও নিন্দা জানাই এ সাইনবোর্ড খুলে মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পূর্বের নামকরণ করা হোক। আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়়ার জামাতা মিয়া ফরাজী সাথে এ বিষয়টি নিয়ে আলাপ করলে তিনি জানান এ নাম পরিবর্তনের বিষয়ে আমি জানিনা তবে মসজিদ মাদ্রাসার জন্য সব সময় কাজ করি তবে মতিন ভূঁইয়া সাহেবের নামে কিভাবে মাদ্রাসাটি হলো এটি জমিদাতাগণ জানে। মাদ্রাসা কমিটির সদস্য মিয়াম মোহাম্মদ মুরাদ জানান আমরা মাদ্রাসাটির অরজিনাল নাম খোদাই করে টাইলসে অর্ডার দিয়েছি, আমাদের মাদ্রাসার নামের নেমপ্লেট আসার আগেই রাতের আঁধারে আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া মোহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানা লিখিত আরেকটি নাম বসানো হয়েছে যেটি মাদ্রাসা নামের সাথে কোন রকম মিল নেই,যেকোনো সময় এলাকাবাসী হ্মোভে ভূয়া নাম খুলে ফেলতে পারে। এলাকার লোকজন সাইনবোর্ড খোলার আগে, আলহাজ্ব মতিন ভূঁইয়ার কাছে আমরা অনুরোধ করব মাদ্রাসার অরজিনাল নামের সাইনবোর্ড লাগানোর জন্য। নাম পরিবর্তনের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আজিজুর রহমান জানান আমরা মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে আবেদন করেছি তবে বর্তমানে যে নামটি বসানো হয়েছে এ ব্যাপারে আমি অবগত নই আমি সাইনবোর্ড লাগানোর পরে দেখেছি।

নরসিংদী জেলা পরিষদের সার্ভেয়ার রেজোওয়ান রহমান জানান যে নামে বরাদ্দ আছে আমরা সেই নামেই জমি মাপযোপ করেছি, অন্য কোন নাম বসালে এটা কমিটি বা জমিদাতার ব্যাপার এটা আমাদের কিছুই করার নেই।

জেলা পরিষদের হিসাব রক্ষক রোমান মিয়ার সাথে আলাপ করলে তিনি জানান যে নামে আবেদন করা হয়েছে সে নামই অর্থ বরাদ্দ করা হয়েছে অন্য নাম কিভাবে আসলো সেটা আমাদের বোধগম্য নয়। নরসিংদী জেলা পরিষদের উপ সচিব মোঃ শরীফুল হক এর সাথে মাদ্রাসার নাম পরিবর্তন নিয়ে আলাপ করলে তিনি জানান কমিটির কেউ আমাদের কাছে এখনো লিখিত কোন অভিযোগ করেননি তবে দলিলে দত্তপাড়া মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই নামেই বরাদ্দ এসেছে অন্য নাম কিভাবে আসলো সেটি অন্যায়, মাদ্রাসা কমিটি অভিযোগ দিলে আমরা তদন্ত কমিটি করে প্রমাণ পেলে ব্যবস্থা নিব। মাদ্রাসার নাম পরিবর্তনের বিষয়ে আলহাজ্ব মতিন বিয়ার সাথে আলাপ করলে ফোনে তিনি জানান এ নামটি এলাকার লোক দিয়েছে আমি নিজে এ নাম দেয়নি তাই এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। দত্তপাড়া মাদ্রাসার কমিটির ও এলাকাবাসীর দাবি অতি শীগ্রই আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া নামটি পরিবর্তন করে পূর্বের নামটি বহাল রাখার জন্য। অন্যথায় এলাকার লোকজন নিজেরাই সাইনবোর্ড খুলে পড়বেন নাম বসাবেন বলে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে জানান। আর এ সময় কোনরকম বিশৃঙ্খলা ঘটলে তার দায়ভার আলহাজ্ব আব্দুল মতিন ভুইয়াকেই নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেছেন মাদ্রাসা কমিটি ও এলাকাবাসী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *