রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠায় মোকতাদির চৌধুরীকে পুনরায় নির্বাচিত করতে হবে: নবীনগর আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় বসবাসকারী নবীনগরবাসীকে বিনীত অনুরোধ জানিয়েছেন নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিল্পপতি ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান ও পৌর মেয়র শিবশংকর দাস।

শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ অনুরোধ জানান।

এসময় নেতৃবৃন্দ বলেন,ব্রাহ্মণবাড়িয়া শহরে এমপি মোকতাদির চৌধুরীর আমলে নবীনগরের মানুষ নিরাপদে,শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করে আছে। নতুন বাড়ি করতে চাঁদা দিতে হয়না,ব্যবসা করতে চাঁদা দিতে হয়না। ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে ঘরে ফিরতে পারেন প্রবাসীদের পরিবার। তাই নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠায় মোকতাদির চৌধুরীকে পুনরায় নির্বাচিত করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ