
মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জেলা সার্কেলের উদ্যোগে শনিবার ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিথ হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন প্রমুখ।