বুধবার, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে জাসদের সভাপতিকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: জাসদ নেতা নুর আলম চৌধুরী পারভেজ কে (৬২) মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহর মাইজদী বাস ভবন থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। 

বিনা কারনে ডিবি পুলিশ তাকে তুলে নেওয়ার বিষয়ে রাতবর কোন তথ্য দেয়নি জেলা গোয়েন্দা পুলিশ। আটকের পর বিভিন্ন মিডিয়া কর্মীরা জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ সুপারকে মোবাইল ফোনে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে সঠিক কোন তথ্য দেয়নি। তবে আটকের কয়েক ঘন্টা পর ডিবি পারভেজকে তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও এনিয়ে কোন তথ্য দেয়নি। 

পারভেজের পরিবার জানান তিনি জাসদ (ইনু) নোয়াখালী জেলা সভাপতি। পাশাপাশি তিনি একটি ব্যবসা করেন। তার বিরুদ্ধে অতীতে কোন মামলা কিংবা জিডি নেই। গ্রগতিশীল বাম রাজনৈতিক ব্যক্তিত্য নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ ব্যক্তিগত ভাবে এলাকায় স্বজ্জন ব্যক্তিত্য হিসাবে পরিচিত। তিনি নোয়াখালী জেলা বারের প্রতিষ্ঠা কালীন সদস্য। মরহুম এ্যাডভোকেট বাদশা আলমের সন্তান। অত্যন্ত পরিছন্ন রাজনীতিবিদ ব্যক্তি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর তিনি জেলা শিল্পকলা একাডেমীর অদূরে বছিরার দোকান সংলগ্ন নিজ বাস ভবনে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ১৫-১৬ জন সদস্য তার বাস ভবনে গিয়ে তাকে তুলে নিয়ে আসেন। আনার সময় পরিবারের সদস্যরা কারন জানতে চাইলে ডিবি পুলিশ কোন কারন বলেনি।  হঠাৎ করে কোন কারন  ছাড়া তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শহরে ধোয়াসার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতভর এবং বুধবার দুপুর পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

বুধবার (১৪সেপ্টেঃ) বিকালে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটে হাজির করা হয়। শুনানী শেষে আদালত তাকে কারগারে প্রেরন করার নির্দেশ দেন। 

জেলা জাসদ (ইনু) এর নোয়াখালী জেলা শাখা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুল হক বকসি পারভেজের আটক ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। তিনি এ গ্রেফতার নিয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন একটি বিশেষ কারনে তাকে প্রথমে আটক এবং পরবর্তীতে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ