রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোয়াখালীর চরমটুয়ায় প্রবাসীর বসতঘরে ফের হামলা: নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

মো. ইব্রাহিম খলিল মঞ্জু: নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর উদয় সাধুর হাটের উত্তর পাশে বানিয়া বাড়িতে গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী হামলা চালিয়ে ওমান প্রবাসী আফসারের বসতঘর ভাঙচুর করে।
এ সময় সন্ত্রাসীরা আফসারের বাড়ির জানালা, দরজা, আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এই ঘটনার পর সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে হামলার পর থেকে সন্ত্রাসীরা আফসারের পরিবারকে নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকে, যার ফলে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রবাসী আফসারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানান। তারা আরও বলেন, ছাত্র সমন্বয় ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন, যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়াহয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ ও ১৭ জুলাইও এই প্রবাসী পরিবারটির ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, তবে তখনো অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন আফসারের পরিবার।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *