শনিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির ভাইস-চেয়ারম্যান উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিপুলাশহরে হামলার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামীগে কোন রাজনীতি নেই। আওয়ামীলীগের রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে। এদের রাজনীতি হাইজ্যাক করছে কিছু গোষ্ঠী যারা এখন এই দেশকে চালাচ্ছে। আওয়ামীলীগ সরকার কিন্তু আজকে দেশ চালাচ্ছে না। শীঘ্রই আন্দোলনের রুপ রেখা ঘোষনা করা হবে। সেই রুপরেখা অনুযায়ী আগামী নির্বাচনের আগে আওয়ামীলীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা ষ্টেডিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে কুমিল্লায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকি উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আবেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মো.শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবেদিন ফারুক, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।

আরো বক্তব্য রাখেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহিম, মামুনুর রশিদ মামুন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, জহির উদ্দিন, মফিজুর রহমান দিপু, ওমর শরীফ মোঃ ইমরান সানিয়ার, ফয়সাল আল কমল প্রমূখ।

আমির খসরু বলেন, আগামী নির্বাচনের জনগণের কাছে জবাবদিহি মূলুক সরকার ঘটন করা হবে। আন্দোলনে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। জনগণ রাস্থায় নেমে এসেছে তারা তাদের ভোটের অধিকার আদায় করা ছাড়া বাড়ি ফিরে যাবে না। রাজপথে আন্দোলন করেই এ সরকারের বিদায় ঘন্টা বাঁজানো হবে। এ সময় তিনি প্রশাসনের কাছে অবিলম্বে বরকত উল্ল্যা বুলু, শামীমা বরকত লাকী ও যুবদল নেতা রাজুর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *