বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে অসংখ্য পীর আউলিয়াদের মাজার

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ, (রংপুর): শাহ্ ইসমাইল গাজী (রঃ) , ধাপেরহাটের মরহুম নায়েব উল্যাহ, বউলবাড়ীর কামেল পীর কাদের কাদেরী (রঃ) বাজিতপুরের হযরত মওলানা মফিজ উদ্দিন আহম্ম মধ্যযুগীয় সাধক কবি হেয়াত মামুদ, খালেছ পীর (রঃ) সহ অসংখ্য পীর আউলিয়াদের জন্ম ও বিচরণ ভূমি পীরগঞ্জের মাটি। সেজন্য পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য মাজার গড়ে উঠেছে। কালক্রমে সে কারণেই এই এলাকার নাম হয়েছিল পীরগঞ্জ।

পীরগঞ্জ হলো পীর দরবেশের কেন্দ্রভূমি। শুধু যে নীলাম্বর রাজা আর ইসমাইল গাজী(রঃ) এর স্মৃতি বিজড়িত এ পীরগঞ্জ তাই নয়। বরং আরো অনেক ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ এ পীরগঞ্জের মাটি। সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টপধ্যায় তার ‘দেবী চৌধুরাণী’ নামক উপন্যাসে উল্লেখ করেছেন- একদা উত্তর বাংলা জয় করার ইচ্ছায় গৌড়ের বাদশার পাঠান সেনাপতি শাহ্ ইসমাইল গাজী(রঃ)-কে পীরগঞ্জে প্রেরণ করেন। ফলে রাজা নীলাম্বরের সাথে ইতিহাস বিখ্যাত যুদ্ধটি সংঘটিত হয়েছিল পীরগঞ্জের মাটিতেই। এই যুদ্ধে নীলাম্বর রাজার পরাজয় ঘটলেও অসংখ্যা মুসলিম সৈন্য শাহাদৎ বরণ করেন এ যুদ্ধে।

রংপুরের পীরগঞ্জে ৪০৯ দশমিক ৩৭ বর্গ কিলোমিটার এলাকায় অসংখ্য পীর দরবেশের মাজার রয়েছে। এর মধ্যে শাহ্ ইসমাইল গাজী(রঃ) এর মাজার রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন বড়দরগাহ্ নামক স্থানে ও চতরা ইউনিয়নের কাটাদুয়ার নামক স্থানে অবস্থিত।

উল্লেখিত যুদ্ধে যারা শাহাদৎ বরণ করেছিলেন, তাদেরই একজন নাম না জানা বুর্জুগের মাজার রয়েছে পীরগঞ্জ পুলিশ স্টেশনের পশ্চিম-দক্ষিণ কোণে একটি ছোট্ট কুঠুরির মধ্যে। এছাড়াও ইসমাইল গাজী(রঃ) এর পীরগঞ্জে আগমনের পূর্বে ও পরে বহু পীর-দরবেশের বিচরণভূমি হয়ে উঠেছিল পীরগঞ্জ।

পীরগঞ্জের খালাশপীর হাটে শায়িত রয়েছে খালেছ পীর(রঃ) এর পবিত্র মাজার। মধ্যযুগীয় সাধক কবি কাজী হেয়াত মামুদের মাজার রয়েছে পীরগঞ্জের ঝাড়বিশলা গ্রামে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ-এর সাথে সুর মিলিয়ে অত আগে তিনি উচ্চারণ করতে পেরেছিলেন- ‘পরিবে শুনিবে লোক, স্মরণ করিবে মোক’। রবীন্দ্রনাথ তার জবাব দিয়েছেন তার সাহিত্য প্রবন্ধে। সেই মধ্যযুগীয় সাধক কবি হেয়াত মামুদের জন্ম ও সমাধিভূমি এই পীরগঞ্জের মাটিতেই। এদিকে বউলবাড়ির কামেল পীর কাদের কাদেরী(রঃ) বাজিতপুরের হযরত মওলানা মফিজ উদ্দিন আহম্মদ পীর সাহেব পীরগঞ্জের পূণ্যভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন।

এছাড়াও মহাসড়ক সংলগ্ন ধাপেরহাটের মরহুম নায়েব উল্যাহ, হাসানপুরের মরহুম তমিজ উদ্দিন ও কুতুবপুরের মরহুম(রঃ) নামক পীর ও মাদারগঞ্জ হাটের মাদার পীর-দরবেশের নাম পীরগঞ্জের মাটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই পীরগঞ্জের মাটি হলো অসংখ্য পীর-দরবেশের রক্তে ভেজা মাটি। এই দরবেশের পূণ্য ভূমিতে এ পর্যন্ত যারাই ক্ষমতাই এসেছেন, তারাই উল্লে­খিত পীর দরবেশের কোনো না কোনো মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। কিন্তু ক্ষমতায় আসার পর এসব মাজার উন্নয়নের কথা কেউ তেমন ভাবেননি। ফলে মাজারগুলোর আশানরুপ উন্নয়নও ঘটেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ