শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে আমন ক্ষেতে ইঁদুরের উৎপাত, দুশ্চিন্তায় কৃষক

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ: রংপুরের পীরগঞ্জ আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব ব্যাপক বেড়ে গেছে। প্রতি নিয়ত
কর্তন করছে জমির ধান গাছ। বিভিন্ন ধানের কৃষকেরা ফাঁদ পেতে ইঁদুর নিধনের চেষ্টা অব্যহত রাখলেও তেমন সুফল পাচ্ছেন না । ফলে স্বাভাবিক ধান উৎপাদন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মরশুমে পীরগঞ্জে ২৫ হাজার ৬শ হেক্টর জমিতে ১ লাখ ১৭ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ধানের ফলনও বেশ আশানুরুপ।

এদিকে বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭০ শতাংশ জমির ধান গাছে ধানের শীষ আসতে শুরু করেছে। আর এ সময়ে ধান ক্ষেত গুলোতে ইঁদুরের উপদ্রবও ব্যাপক বেড়ে গেছে। প্রায়ই জমির ধান গাছের গোড়া কর্তন
করছে এ সব ইঁদুর । কোন জমিরই পুরো ধান গাছ অক্ষত নেই।

উপজেলার গুর্জিপাড়া গ্রামের কৃষক সেরাজুল এর মতে, বহু আশা করে ৩০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছেন ইতিমধ্যে ইঁদুর উক্ত জমির ১০ শতাংশ ধান গাছের গোড়া কর্তন করেছে। চাপাবাড়ী গ্রামের কৃষক আসলামের মতে তার জমিরও প্রায় ১২ শতাংশ জমির ধান ইঁদুর কর্তন করেছে। কীটনাশক প্রয়োগ কিংবা কিংবা বিভিন্ন মাধ্যম প্রয়োগ করেও ইঁদুর তাড়ানো যাচ্চ না। রাতের আধারে ইঁদুর জমিতে প্রবেশ করে ধান গাছ কর্তন করছে এবং কর্তনকৃত ধান গাছগুলো গরুকে খাওয়াতে হচ্ছে।

জামালপুর গ্রামের আশরাফুল ইসলাম বলেন, আমি ধান রোপণ করেছি। ইঁদুর গাছের কাচ থোড় কেটে ফেলছে। আমি ইদুর মারার জন্য বাঁশের তৈরি ফাঁদ বানিয়ে সেখানে খাদ্য দিয়ে জমিতে ফেলে রাখি। সেই ফাঁদে অনেক ইদুর মারা যায়। তার পরেও ইঁদুর কমছে না। পীরগঞ্জের বেশির ভাগ আমন ক্ষেতেই এ অবস্থা । কোনো ক্ষেতই ইঁদুরের উপদ্রব থেকে মুক্ত নয়। আর এ পরিস্থিতিতে কৃষকদেরকে বেশ ভাবনায় ফেলেছে এবং আমন ধান ঘরে উঠানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, প্রতিটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *