রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে চলছে অর্থনৈতিক শুমারি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বির্নিমানে অংশ নিন” এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জেও অর্থনৈতিক শুমারি চলছে।

শুমারির আওতায় রয়েছে, দেশে অবস্থিত সকল ধরনের প্রতিষ্ঠান, কৃষি বহির্ভুত অর্থনৈতিক কার্মকান্ড সম্বলিত সকল খানা ও সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার।

গত মঙ্গলবার সারাদেশে আনুষ্ঠানিকভাবে এ শুমারি শুরু হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর শেষ হবে শুমারির তথ্য সংগ্রহের কাজ।

সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় গননাকারী ২৫৪ জন ও সুপার হিসেবে ৪৮ জন নিয়োজিত রয়েছেন।গণানাকারীদের প্রশিক্ষণ ভাতা বাবদ চার দিনে ১ হাজার ৬শ’ ও পারিতোষিক পাবেন ১৫ দিনের জন্য ২০ হাজার টাকা করে। সুপারভাইজারগণ প্রশিক্ষণ ভাতাসহ ২২ হাজার ১শ’ টাকা পাবেন।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেন জানান, উপজেলায় লোক সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৮১৯ জন। খানার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৯৭টি, ১৮ হাজার ৫০১টি প্রাতিষ্ঠানিক কৃষি খামার থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। অর্থনৈতিক শুমারিকে সফল করতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *