শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পুঠিয়ায় বিএনপির নেতার লিফটের বিতরণ

রাজশাহী ব্যুরো: দেশ গঠনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন আবু বকর সিদ্দিক।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

বানেশ্বর মসজিদ মার্কেট থেকে শুরু করে ট্রাফিক মোড় দিয়ে লিফলেট বিতরণ করে বানেশ্বর পেঁয়াজ হাটায় একটি পথসভা করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক জানান, অন্তবর্তীকালীন সরকার আগে সংস্কার তারপর নির্বাচন বলছে। তবে যে সংস্কারের কথা বলছেন, তারেক রহমান ঘষিত ৩১ দফা কর্মসূচির যে লিফলেট আমরা বিতরণ করছি, এখানে রাষ্ট্রীয় সংস্কারের জন্য অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বিষয় বিএনপির এই লিফলেটে দেওয়া আছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে নতুন করে আর কোনো সংস্কারের প্রয়োজন হবেনা৷ এই দফা বাস্তবায়ন হলে সুখি, সমৃদ্ধ, স্বনির্ভর শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সোঁনার বাংলাদেশ রচিত হবে।

উক্ত লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সদস্য মাজেদুল হক, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন রকি।

পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক মোল্লা, বেলপুকুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রেজাউল করিম, সাবেক সহসভাপতি মুস্তাক আহমেদ, শিলমাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা রকি।

পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর বাশার, বানেশ্বর কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তারেক রহমান, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন ছাত্রদলের রাসেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *