
শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুদাসপুরের জোবায়ের (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল। শনিবার সন্ধ্যা সাতটার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাজশাহী হতে নাটোরগামী একটি অজ্ঞাত ট্রাক এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ( ইয়ামাহা, রেজিষ্ট্রেশন নং- নাটোর-হ ১২-৯৯১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জোবায়ের (৪০) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল বলেন, প্রাথমিকভাবে চিহ্নিত করে ট্রাকটি আটক করেছি। মামলার প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির লাশ নিতে এখন পর্যন্ত কেউ আসেনি, তবে তার পরিবারের সাথে কথা হয়েছে তারা আসছে।