শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুঠিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার , উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা: আল-আমীন সরকার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর মাসিক সভায় সকলের উদ্দেশ্যে বলেন, পুঠিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কার্যক্রম কোনো সময় যেন অবনতি না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে এবং জনগণের সার্বিক সেবা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *