
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: পেকুয়ার রাজাখালীতে অনুষ্ঠিত হয়েছে রাজাখালী হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা, প্রবীণ হাফেজদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ।
সোমবার বিকেলে রাজাখালী বি ইউ আই কামিল( মাস্টার্স) মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার ৪১টি হেফজখানার প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারমধ্য হতে ১পারা থেকে ১০ পারায় ১০ জন,১১থেকে ২০ পারায় ৫জন,২১থেকে ৩০ পারায় ৫ জন বিজয়ী হয়েছেন।
প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাজাখালী হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ জসীম উদ্দিন এর সভাপতিত্বে হাফেজ মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলার সাদা মনের মানুষ খ্যাত, শিক্ষাবিদ এ জে এম গিয়াসউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা পটিয়া শাখার নির্বাহী পরিচালক হাফেজ নুরুল আবছার,চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল মোস্তফা,বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশন দক্ষিণ জেলার সভাপতি, আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী আনোয়ারুল হক,পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোছাইন,চট্টগ্রাম বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী জাফর সাদেক, রাজাখালী বি ইউ আই কামিল(মাস্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম।
এছাড়াও মাস্টার সরওয়ার আলম, মাওলানা শফিকুল রহমান,মাওলানা আজিজুল হক মাওলানা আবদুল করিম, মাওলানা ছাবের আহমদ,মাওলানা আবুল বশর, আবদুর রহিম হালীসহ প্রমুখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোরআন শিক্ষার গুরুত্ব, তাৎপর্য ও কোরআনের আলোকে শিশুদের গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।