হানিফ পারভেজ, বড়লেখা(মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় প্রশাসনিক কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক।
বুধবার উপজেলা সভাকক্ষে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল প্রমুখ।