বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্ধুদের সাথে নৌ ভ্রমণে এসে নিখোঁজ কলেজছাত্র

আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): বন্ধুদের সাথে নৌ ভ্রমণে এসে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন সোয়াইব হোসেন (২১) নামের এক কলেজছাত্র।

তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহরের ঘোঁষগাতী মহল্লার ব্যবসায়ী আব্দুস সালাম বাবুর ছেলে এবং ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

বুধবার দুপুর দুইটায় দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা স্লুইস গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নৌকার মাঝি আব্দুল মোন্নাফ জানান, উল্লাপাড়ার শ্রীকোলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৪ জন ছাত্র এবং ৬ জন ছাত্রীসহ তারা মোট ২২ জন নৌকাযোগে বেলা ১১টার দিকে রাউতরা এসে পৌঁছান। তাদের কয়েকজন গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আজিজুল খাঁ জানান, এখানে পৌছার পর ছাত্রছাত্রীদের একদল রান্না করতে শুরু করেন। কয়েকজন রাউতরা স্লুইস গেটে নদীতে গোসল করতে নামেন। এসময় প্রবল স্রোতে তারা ভেসে যেতে থাকলে স্থানীয় জনতা ও অন্য বন্ধুরা রাফি (২০), মওদুদ (২০) এবং মাসুম (২২) কে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু সাঁতার না জানায় মুহূর্তেই ডুবে যান সোয়াইব হোসেন।

ঘটনাস্থলে উপস্থিত শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় তারা নিখোঁজের উদ্ধার কাজ শুরু করেন। পরে বিকেল পাঁচটার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরিদল দলও উদ্ধার অভিযান শুরু করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সোয়াইব হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ