সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ষসেরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন নবীনগরের সাংবাদিক হোসাইন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন বিভাগে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার এ বছর বর্ষসেরা উপজেলা পর্যায়ের তৃতীয় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি মো. হোসাইন ইসলাম।

তিনি মাদক, দুর্নীতি বিরোধী, ক্রাইম রিপোর্টং, জনস্বার্থে সংবাদ প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্বারক ও পদক লাভ করেন। তিনি নবীনগর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অনার্সে অধ্যায়নরত এবং হোসাইন ডিজিটাল প্রিন্টিং প্রেস নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

তিনি ২০২১ সাল থেকে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং নবীনগর থানা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

বর্ষসেরা নির্বাচিত হওয়ার প্রসঙ্গে মো. হোসাইন ইসলাম জানিয়েছেন, এই সম্মাননা পুরস্কার তাকে ভবিষ্যতে আরো ভালো মানের সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করবে এবং ভালো সাংবাদিক হতে উৎসাহিত করা হয়েছে। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ