![](https://jaijaikal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো. জোবায়ের ইসলাম: বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যকার টানাপোড়েনে নাজুক অবস্থায় রয়েছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। দুই নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েন নিষ্পত্তিসহ পুঁজিবাজারের উন্নয়নে দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে কেন্দ্রীয় ব্যাংকের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তবে বিনিয়োগকারীদের এ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
প্রতিবাদ কর্মসূচি পালন শেষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি’র মধ্যে একটি টানাপোড়ন চলছে। এ পরিস্থিতিতে নাজুক অবস্থায় রয়েছেন পুঁজিবাজারসহ বিনিয়োগকারীরা। তাই দুইটি নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েন নিষ্পত্তি এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। এ লক্ষ্যে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি।’
তিনি আরও বলেন, ‘পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ রয়েছে। এছাড়া, বিভিন্ন সময় পুঁজিবাজারের জন্য নেতিবাচক সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যার কারণে পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করে। ২০১০ সালে ধসের পেছনে ব্যাংকরে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি শেয়ারবাজারে তাই ঘটছে। তাই আমরা চাই, বিএসইসির সঙ্গে বাংলাদেশ ব্যাংক আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তা না হলে পুঁজিবাজারে বৃহত্তর স্বর্থে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। তাই এ সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’