
রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাট সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে জয়নাল ঘরামী (৭৫)-কে মারধর ও তার বাড়ি থেকে ৫টি গরু ও ঘেরের মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানাযায়, হাসিনা সরকার পতনের পরের দিন ৬ আগস্ট রাতে বাগেরহাট সদর থানার মান্দ্রা গ্রামের নওশের শেখ এর তিন পুত্র রানা, রনি, জনি, সাজা মোল্লার পুত্র রকিব মোল্লা ও জুয়েল মোল্লা একই গ্রামের জয়নাল ঘরামীর গোয়ালঘর হতে ৫টি গরু নিয়ে যায়। ৫টি গরুর আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।
এরপরে অভিযুক্ত ব্যক্তিরা জয়নাল ঘরামীর মৎস্য ঘের হতে প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় যাতে কোথাও কোন অভিযোগ না দেওয়া হয সেজন্য গত শুক্রবার দুপুরে বাখরগজ বাজারে বৃদ্ধ জয়নাল ঘরামীকে রানা, রনি, জনি, রকিব মোল্লা ও জুয়েল মোল্লা মারধর করে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা জয়নাল ঘরামীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শষ্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয় ন্যায়বিচার পেতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ হতে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করেছেন।











